শ্রীপুরে কারখানার মিনি বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নে কারখানায় স্যাম্পল সেকশনে একটি মিনি বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক আহত হয়েছেন। এসময় আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা অনেক সংকটজনক।
আরও পড়ুন: শ্রীপুরে শ্রমিক লীগ নেতার কারাগারে মৃত্যু
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাটিং সেকশনের সুজন (২৪), রইস উদ্দিন (২২) ও ইকবাল হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহত বাকি শ্রমিকের নাম জানা যায়নি।
কারখানার শ্রমিক আজিজুল হক বলেন, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।
কারখানার সুপারভাইজার হনুফা বলেন, বয়লার বিস্ফোরণে কয়েকজনের হাঁটু, পা কেটে গেছে। কয়েকজন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। অনেক শ্রমিক আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই। কারখানার স্যাম্পল সেকশনের সবাই আহত হয়েছেন। আশপাশের ফ্লোরে থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে অনেকেই আহত হয়েছেন।
কারখানার শ্রমিক পাপিয়ার চাচা জামরুল অভিযোগ করে বলেন, ‘বয়লার বিস্ফোরণের পরপরই কারখানার সামনে আসি। কিন্তু আমার ভাতিজি পাপিয়াকে খোঁজ পাচ্ছি না। কারখানা কর্তৃপক্ষ বলছে সে আহত হয়েছে। কিন্তু কোন হাসপাতালে রয়েছে, বেঁচে আছে কি না মারা গেছে জানতে পারিনি।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ছোট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আমি আহতদের নিয়ে ব্যস্ত। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: শ্রীপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ৫
আলহেরা হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল হোসেন বলেন, ‘আহত সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শুনতে পেরেছি বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
এসডি/