শ্রীপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে মাওনা গাজীপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আনিশা( ৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন ।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কের চকপাড়া এসিআই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শ্রীপুরে দেশীয় জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা
নিহত আনিশা উপজেলার কড়ইতলা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- উপজেলার প্রধানের চালা কপাটিয়াপাড়া গ্রামের আনিস (২৮), তানিয়া (১৯), মামুন মিয়া (৩০) ও তানরিফ (২০)। আহতদের উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা মেডিকেল সেন্টারে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে মাওনা চৌরাস্তা থেকে একটি মোটরসাইকেল মাওনা-গাজীপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাজীপুর বাজারের দিকে যাচ্ছিল। একই সময় গাজীপুর বাজার থেকে অপর একটি মোটরসাইকেল মাওনা চৌরাস্তা দিকে আসছিল। তাদের মোটরসাইকেলটি মাওনা ইউনিয়নের চকপাড়া এসিআই কারখানার সামনে পৌঁছাতেই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জন আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিশু আনিশা। গুরুতর আহত আরও পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এসডি/