Logo

গোয়াইনঘাটে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:১৮
52Shares
গোয়াইনঘাটে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর
ছবি: সংগৃহীত

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান নামে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাটে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান নামে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সুফিয়ান একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তারা দুজনই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গোয়াইনঘাট কলেজ থেকে পরীক্ষা শেষ করে রিফাত ও সুফিয়ান মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সতি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বিকালে সুফিয়ানেরও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনি কার্যক্রম প্রস্তুত করছে। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD