কামরাঙ্গীরচরে সেদিন কী ঘটেছিল, জানালেন অপু বিশ্বাস


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৭ পিএম, ৩১শে জানুয়ারী ২০২৫


কামরাঙ্গীরচরে সেদিন কী ঘটেছিল, জানালেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস | ছবি: ফেসবুক থেকে নেওয়া

টাঙ্গাইলে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির পর এবার জনতার বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন ঢালীউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। 


বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নায়িকার। কিন্তু স্থানীয় কিছু মুসুল্লিদের আপত্তিতে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষ করেন মালিকপক্ষ।


এবার বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই মুখ খুললেন। এর আগে বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিও দুঃখ প্রকাশ করেছেন।


আরও পড়ুন: প্রায় ২ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ‘বিশ্বাস করো বন্ধু’


বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচার শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।


মেহজাবীন, পরীমণির পর রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস বাধার মুখে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়। অনেকেই শোবিজাঙ্গনের জন্য এটিকে অশনি সংকেত বলেও দাবি করেন। 


তবে পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকায় ছিলেন অপু বিশ্বাস। অবশেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তিনি। 


আরও পড়ুন: আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি


যেখানে কামরাঙ্গীরচরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ 


কিন্তু কেন? অপু বললেন, ‘তাদের ওখানে ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’


বলে রাখা ভালো, সেদিন কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করেন অপু বিশ্বাস। তবে কামরাঙ্গীরচরে কেমন বাধার মুখে পড়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।


এমএল/