দালালের খপ্পরে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫


দালালের খপ্পরে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ছবি ।

নাটোরের সিংড়ার হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী সুখী জীবন ও সন্তানদের ভবিষ্যতের আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। কিন্তু বিপত্তি বাদে সেখানই, চাকরির নামে অংশ নিতে হয়েছিল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে। যেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির। আর দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে। 


একমাত্র ছেলের মৃত্যু আর জামাইকে ফিরে পেতে অসহায় কারিমুন বেগমের চোখের পানি যেন শুকিয়ে গেছে। 


আরও পড়ুন: রেলপথ উপদেষ্টা ও সচিব কমলাপুর স্টেশনে


পরিবার সূত্রে জানা গেছে, আড়াই লাখ টাকা বেতন পাবেন প্রতিমাসে- দালালের এমন প্রলোভনে জমিজমা, স্ত্রীর গহনা বিক্রি করে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে গত বছরের ২৮ অক্টোবর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড টুরস লিমিটেড নামের ঢাকার একটি কোম্পানির মাধ্যমে তারা পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। সেখানে যাবার পর তাদেরকে জোর করে বাধ্য করা হয় রাশিয়া ইউক্রেনের চলা যুদ্ধে অংশ নিতে। ২৬ জানুয়ারি ড্রোন হামলায় মৃত্যু হয় হুমায়ুন কবিরের। 


২৬ জানুয়ারি রাতে ছেলের মৃত্যুর খবর শুনে পাঁচ দিন ধরে শুধু বিলাপ করে যাচ্ছেন হুমায়ুন কবিরের মা কারিমুন। তিনি বলেন, আমার ছেলে তো মারাই গেছে, এখন জামাইটা যেন ফিরে আসে। ছেলের লাশটা যেন দেশে ফিরে আসে সরকারের কাছে সেই দাবি জানাই।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন মোদি


এ বিষয়ে কথা বলতে স্থানীয় দালালদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। আর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড কোম্পানিতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি এক গণমাধ্যম কর্মীর কাছ থেকে আমি জেনেছি। তবে ভুক্তভোগী পরিবারের কেউ এখন পর্যন্ত আমাকে মৌখিক বা লিখিতভাবে জানায়নি। তারা বিষয়টি জানালে আসল ঘটনা বুঝতে পারব।


আরএক্স/