Logo

দলে যেন আ.লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৭
56Shares
দলে যেন আ.লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

বিজ্ঞাপন

দলে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জনগণের তাই প্রত্যাশা। জনগণ যাকে খুশি তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীত এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মির্জা ফখরুল বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষের ক্ষতি করা তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন তোমরা তৈরি হও টুপ করে চলে আসবো। পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিলো, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। তবে একটা কথা মনে রাখতে হবে তাকে। মানুষ ভুলবে না। তিনি কেমন মহিলা তার মধ্যে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ তিনি হত্যা করলেন। কতটা ভয়াবহ ভাবে জাতির ওপর চেপে বসেছিলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্য ও বিদ্যুতের দাম বাড়ার জন্য শুধু ব্যবসায়ীরাই দায়ী তা নয়, বিগত সরকারের দুর্নীতিও দায়ী। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে।

বিজ্ঞাপন

বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। কিন্তু শুক্রবার (৩১ জানুয়ারি) যৌথবাহিনীর নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে৷ যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার দেখতে চায় বিএনপি, আর কোনো নির্যাতন দেখতে চায় না । কোনো কিছু দখল করা কিংবা নির্যাতন করা এসব যেন আওয়ামী লীগের মতো বিএনপির কেউ না করে সেই আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যখনই হোক জনগণ না চাইলে বিএনপি ভোট পাবে? ভোট পেতে হলে জনগণের পাশে থাকতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। তবে ভোট এত সোজা ব্যাপার না, মানুষের মন যেকোনো দিকে ঘুরে যেতে পারে, সে বিষয়ে নিজেদের সাবধান থাকতে হবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবেন সে অনুরোধ থাকবে। নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

বিজ্ঞাপন

অযথা সংঘাতমূলক রাজনৈতিক কথা না বলতে সবার প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা রাজনৈতিক দল করবে বিএনপি আনন্দিত। নতুন চিন্তাধারা নিয়ে জনগণের কাছে তারা যাবে, তাকে স্বাগত জানাবে। কিন্তু সরকারে থেকে রাজনৈতিক দল করলে জনগণ তা মেনে নেবে না। নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD