আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫


আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা
ছবি: সংগৃহীত

তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে তুরাগের তীর। মোনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।


বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে।


আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। তিনি উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন।


আরও পড়ুন: তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা


মোনাজাতে মাওলানা জুবায়ের আল্লাহর কাছ সবার গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করেন। তিনি মোনাজাতে বলেন, আল্লাহ সবার মনে মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা দান করুন। সব খারাপ থেকে সবাইকে হেফাজত করুন। মুসলিম দেশগুলোকে হেফাজত করুন। মুসলমানের ইমান, আমল, আখলাকের ওপর আপনার রহমত দান করুন। দ্বিনি কাজগুলো সঠিকভাবে সব মুসলমানকে পালন করার তাওফীক দিন। সফলতার সব রাস্তাগুলো খুলে দিন। সবার পেরেশানি দূর করতে দিন। অসুস্থদের সুস্থতা দান করুন।


এর আগে, গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বের দুই ধাপ পরিচালনা এবং অংশগ্রহণ করেছেন শূরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আম বয়ানে শুরু হয় প্রথম পর্বে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। 


আরও পড়ুন: অবরোধ থেকে সরেননি তিতুমীর শিক্ষার্থীরা, চরম ভোগান্তি


প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। 


৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।


আরএক্স/