ফুলবাড়ীয়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫


ফুলবাড়ীয়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফাইল ছবি।

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


বুধবার (৫ ফ্রেরুয়ারী) বিকালে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।


আরও পড়ুন: দুই ট্রফি নিয়ে রংপুর আসছে রংপুর রাইডার্স


এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা একাডেমি সুপারভাইজার মোহসীনা বেগম, আলহেরা একাডেমী (উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ, ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু ওবায়দা বাবুল, নিজাম উদ্দিন খান,শরীরচর্চা শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 


আরও পড়ুন: স্টাফদের এককে চ্যাম্পিয়ন জসিম রানার আপ বাবুল


সঞ্চালনায় আলহেরা একাডেমী (উচ্চ বিদ্যালয়) এর শরীরচর্চা শিক্ষক মো নজরুল ইসলাম, পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আরএক্স/