বাউফলে স্প্রে দিয়ে অজ্ঞান করে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫


বাউফলে স্প্রে দিয়ে অজ্ঞান করে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
গ্রেফতারকৃত ২ আসামী

পটুয়াখালীর বাউফলে আয়েশা ছদ্মনামের এক (১৮) এসএসসি পরীক্ষার্থীকে স্প্রে করে অজ্ঞান করে ঘর থেকে তুলে বিলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চন্দ্রদ্বিপের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: বাউফলে বৃদ্ধ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


ভুক্তভোগীর মা লাইজু (৩৫) বলেন, রাতে জানালা দিয়ে স্প্রে করে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে। তারপর অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির সামনের বিলে নিয়ে ধর্ষণ করে।


তিনি আরো জানান, আমার মেয়ের হাত-পা বেঁধে, মুখে গামছা দিয়ে বেধে তারপর ওরা নিয়ে যায়। এ সময় মেয়ে ওদের হাত-পা ধরে মাফ চাইলেও তারা মাফ করেনি।


ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম (৬০) বলেন, আমার নাতির ধর্ষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।


এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আবদুর রউফ বলেন, রাত তিনটার দিকে ওই ভুক্তভোগী হাসপাতালে আসলে তাকে পটুয়াখালী মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীকে অপহরণ


এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এসডি/