Logo

বাউফলে স্প্রে দিয়ে অজ্ঞান করে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৫
72Shares
বাউফলে স্প্রে দিয়ে অজ্ঞান করে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির সামনের বিলে নিয়ে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফলে আয়েশা ছদ্মনামের এক (১৮) এসএসসি পরীক্ষার্থীকে স্প্রে করে অজ্ঞান করে ঘর থেকে তুলে বিলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চন্দ্রদ্বিপের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর মা লাইজু (৩৫) বলেন, রাতে জানালা দিয়ে স্প্রে করে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে। তারপর অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির সামনের বিলে নিয়ে ধর্ষণ করে।

তিনি আরো জানান, আমার মেয়ের হাত-পা বেঁধে, মুখে গামছা দিয়ে বেধে তারপর ওরা নিয়ে যায়। এ সময় মেয়ে ওদের হাত-পা ধরে মাফ চাইলেও তারা মাফ করেনি।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম (৬০) বলেন, আমার নাতির ধর্ষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আবদুর রউফ বলেন, রাত তিনটার দিকে ওই ভুক্তভোগী হাসপাতালে আসলে তাকে পটুয়াখালী মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD