এবার নতুন পরিচয়ে ইন্ডাস্ট্রিতে : বুবলী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫


এবার নতুন পরিচয়ে ইন্ডাস্ট্রিতে : বুবলী
সংগৃহীত ছবি

এবার নতুন পরিচয়ে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সদ্যই প্রযোজনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী। বুবলির প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’ বা ‘বিগ’।


আরও পড়ুন: আজ বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন


সম্প্রতি এক ভিডিও বার্তায় বক্ত-অনুরাগীদের এ সুখবরটি দেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানালেন, চলচ্চিত্রে সংকটকাল চলছে- এমন সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি।


বুবলীর কথায়, ‘এই অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয়। আমি থেমে যেতে আসিনি, একদম সুদূরপ্রসারী পরিকল্পনা। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। যেন সবাই বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে, সে চেষ্টাই থাকবে।’


বুবলী বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’


আরও পড়ুন: আজ মেহজাবীনের গায়ে হলুদ : মানতে হবে যেসব নির্দেশনা


বুবলী এও বলেন, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।’


অভিনয়শিল্পীদের প্রযোজনায় আসা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।



এসডি/