স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫


স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সড়ক অবরোধ

সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের অভিযোগ, সরকার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, ফলে নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।


আরও পড়ুন: ঝিনাইদহে গণবাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


সোমবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা-আরিচাগামী লেন অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ২৫ মিনিট ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে জরুরি পরিষেবার যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জড়ো হন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন।


শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, ছিনতাই, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, ফলে তার পদে থাকার নৈতিক অধিকার নেই।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তার অন্যতম শর্ত ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’


গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম, মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চলবে। কিন্তু বাস্তবতা হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরমে পৌঁছেছে। আমরা এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি।’


আরও  পড়ুন: জাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক


তিনি আরও বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার নৈতিক অধিকার নেই। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’


এসডি/