Logo

আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮
41Shares
আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’
ছবি: সংগৃহীত

সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে জুলাই অভ্যুত্থানে সামনের সারির নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের নতুন সংগঠন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৬টায় এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম। সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।

বিজ্ঞাপন

অন্যদিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মহির আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান। মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

বিজ্ঞাপন

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বাকের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৩ সালে আকতার ও নাহিদের গড়া সংগঠন ছাত্রশক্তির ঢাবি শাখার সদস্যসচিব ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া, সদস্য সচিব জাহিদ আহসান ২০১৮-২০১৯ সেশনের ঢাবির শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সদস্য সচিব মহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD