Logo

নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা পায় শ্রেয়া ঘোষাল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২৪:১০
48Shares
নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা পায় শ্রেয়া ঘোষাল
ছবি: সংগৃহীত

বহু হিন্দি সিনেমাতেই এমন কিছু চটুল আইটেম গান থাকে, যা শুনার পরে রীতিমতো লজ্জায় পড়তে হয়

বিজ্ঞাপন

বলিউডে আইটেম গান নতুন কিছু নয়। বহু হিন্দি সিনেমাতেই এমন কিছু চটুল আইটেম গান থাকে, যা শুনার পরে রীতিমতো লজ্জায় পড়তে হয়। এ ধরনের গান নিয়ে আগেও বিতর্ক হয়েছে। এখনও হচ্ছে।

বিজ্ঞাপন

কেউ কেউ বলে, এ ধরনের গানে নারীদের নিয়ে এমন কিছু কথা বলা হয় যা আপত্তিকর। এমনি একটি গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জনপ্রিয় কন্ঠ শিপ্লী শ্রেয়া ঘোষাল। আর যে গান নিয়ে কথা বলেছেন সেটা তারই গাওয়া ‘চিকনি চামেলি’। 

বিজ্ঞাপন

তিনি জানিছেন, তার গাওয়া অগ্নিপথ সিনেমার চিকনি চামেলি গানটি নিয়ে তিনি আজও লজ্জাবোধ করেন। বিশেষ করে যখন ৫-৬ বছরের ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গানটি গায়, তখন তার খুবই অস্বস্তি হয়। 

কানাডিয়ান ইউটিউবার লিলি সিং-এর সঙ্গে কথা বলার সময় গায়িকা বলেন, ‘আমার এরকম কিছু চটুল গান রয়েছে, যা অস্বস্তিকর বলে মনে হতে পারে, তেমনই একটি গান চিকনি চামেলি। যে গানে যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানো দেখানো হয়েছে।’ 

বিজ্ঞাপন

গায়িকা বলেন, ‘আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা, গানের অর্থ না বুঝেই গাইছে।’ 

বিজ্ঞাপন

গায়িকা বলেন, ‘এটা খুব মজার গান, তারা নাচ করে এই গানে, ছোট ছোট শিশুরা এসে বলে আমার সামনে তারা এই গানটা করতে চায়। সেই সময় আমার খুবই বিব্রত বোধ হয়, কারণ ৫-৬ বছরের মেয়েরা গানের ভাষার অর্থ না বুঝেই তা গাইতে চাইছে। এটা তাদের মানায় না, শুনতে ভাল লাগে না তাদের গলায়। আমি এটা চাই না।’

তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন এই বিষয়ে কিছুটা সচেতন হচ্ছি। কারণ আজকাল ছোট ছোট মেয়েদের এই গান গাইতে দেখি।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ গায়কার সাফ কথা, ‘চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনও কখনও কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এই ধরনের ইতিহাসের অংশ হতে চাই না।' 

প্রসঙ্গত, হিন্দি সিনেমা গুলোতে এ ধরনের আইটেম গানে মহিলাদের পণ্য হিসাবে দেখানো নিয়ে বিতর্ক বহু আগে থেকেই চলছে। জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি তেমনই একটি গান, যেখানে অভিনেত্রী তার যৌনতা নিয়ে সাহসীকতার সঙ্গে কথা বলছেন। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD