রমজানে রাজধানীতে ২৫ স্থানে সুলভ মূল্যে মাংস দুধ ডিম বিক্রির উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫


রমজানে রাজধানীতে ২৫ স্থানে সুলভ মূল্যে মাংস দুধ ডিম বিক্রির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।


আরও পড়ুন: নতুন রাজনৈতিক দলের অভ্যুদয়: দলে দলে আসছেন ছাত্র-জনতা


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পুষ্টি নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রমজান মাসজুড়ে মাংস, ডিম ও দুধ বিক্রি কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সূলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সারা বছর চলমান থাকবে।


পবিত্র রমজান মাসে দুধ, ডিম ও মাংস সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রমজানের প্রথম দিন থেকে শুরু করে ২৮ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সূলভ মূল্যে মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে ক্রেতারা। সারাদেশের ৩৭৭টি পিজি মার্কেটে এ সেবা পাওয়া যাবে।


ড্রেসড ব্রয়লার মুরগীর মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে সূলভ মূল্যে ব্রয়লার মুরগী, ডিম, দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


আরও পড়ুন: অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ


এ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সহযোগিতায় রয়েছেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্টাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশন ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। 


এসডি/