সাতক্ষীরায় মাহে রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা সদরে ১০০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে। রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
শনিবার (১ মার্চ) সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির পাশাপাশি দুধ ও ডিম পাওয়া যাবে।
আরও পড়ুন: ঝিনাইদহে মারামারি ঠেকাতে গিয়ে নিহত ১ আহত ৩
এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে।
আরও পড়ুন: নড়াইলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মাসব্যাপী এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কিনতে পারবেন এখান থেকে। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে।
এমএল/