শ্রীপুরে বিএনপির সভাপতি শোকজ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫


শ্রীপুরে বিএনপির সভাপতি শোকজ
ফাইল ছবি।

গাজীপুরের শ্রীপুরে দলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে  উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।


শনিবার (১ মার্চ ) রাতে জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিষপান করে ২ শিশুসহ মায়ের মৃত্যু


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সভায় আপনার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু আপনি দলের একজন দায়িত্বশীল নেতা হয়েও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বর্ধিত সভায় উপস্থিত না থেকে স্থানীয় একটি হাটের টেন্ডারবাজিতে ব্যস্ত ছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’


এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের মোবাইল ফোনে কল দিলেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি ।


আরএক্স/