বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার সকালে হঠাৎ করে শাহিদা রফিকের ব্লাড প্রেসার একদম কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানানো হয়েছিল।
আরএক্স/