Logo

এবার এক সঙ্গে ফেলুদা-ব্যোমকেশ বক্সী!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
13Shares
এবার এক সঙ্গে ফেলুদা-ব্যোমকেশ বক্সী!
ছবি: সংগৃহীত

এবার এক সঙ্গে দেখা মিলবে ফেলুদা-ব্যোমকেশ বক্সীর! মানে এক ফ্রেমে সব্যসাচী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। এ যেনো নতুন চমক। যদিও এখনই জানার উপায় নেই, ক...

বিজ্ঞাপন

এবার এক সঙ্গে দেখা মিলবে ফেলুদা-ব্যোমকেশ বক্সীর! মানে এক ফ্রেমে সব্যসাচী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। এ যেনো নতুন চমক। যদিও এখনই জানার উপায় নেই, কি হতে যাচ্ছে? তবে এটা বোঝা যাচ্ছে যে, নতুন কিছু হচ্ছে।

কিছুদিন ধরেই অনির্বাণের ফেসবুক পাতায় কখনও স্থিরচিত্র, কখনও স্কেচে ধুতি-পাঞ্জাবি, কাঁধে ঝোলা, চোখে চশমা। আবার সব্যসাচীর পরনে পাঞ্জাবি, শাল। 

বিজ্ঞাপন

আবার কখনও অনির্বাণের হাতে প্ল্যাকার্ড, ‘শীঘ্রই আসিতেছে।’ এসব দেখে বোঝাই যাচ্ছে পর্দা ভাগ করে নতুন কিছু নিয়ে আসছেন দুজন। তবে কেউ ই কিছু বলছেন না, মুখে কুলুপ এটেছেন তারা। এমনকি পণও নাকি করেছেন এখনই কিছু মুখ না খোলার।

জানা যাচ্ছে, পর্দায় খুব শিগগিরই দেখা দেবেন দুই তারকা। সিনেমা বা সিরিজে যে ভূমিকায় তারা জনপ্রিয়, সেই রূপেই আসছেন। শোনা যাচ্ছে, এবার দুই গোয়েন্দা এক সঙ্গে রহস্যের সমাধান করবেন।

এ নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, কী ধরণের রহস্যের উন্মোচন করবেন তারা? অভিনেতারা কিছু না বললেও এ বিষয়ে জানা যাচ্ছে, বড় ধরণের সমস্যার মোকাবিলা করে আসল সত্যকে খুঁজে বের করার চেষ্টা করবেন দু’জনে। যার পুরোটাই নাকি নিয়ন্ত্রিত হচ্ছে মুম্বাই থেকে।

বিজ্ঞাপন

তবে এটা ধারণা করা যাচ্ছে যে- দুই শীর্ষ অভিনেতার এক সঙ্গে হয়ে কাজ ভক্তদের আলোড়িত করবে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD