নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুর থেকে গ্রেফতার

আন্দোলনে হামলার অভিযোগে আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা আছে
বিজ্ঞাপন
রংপুর থেকে নীলফামারীর সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর রংপুর কোতোয়ালি থানায় নেওয়া হয়।
বিজ্ঞাপন
বুধবার (৫ মার্চ ) রাত সাড়ে ১২টায় ৩০ মিনিটে নগরের সেনপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আফতাব উদ্দিন সরকার ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞাপন
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা আছে। এর মধ্যে নীলফামারীতে দুটি ও রংপুরের একটি হত্যা মামলার আসামি তিনি। গ্রেফতারের পর তাঁকে রংপুর নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০১৪ ও ২০১৮ সালে টানা দুবার আফতাব উদ্দিন সরকার আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য হন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপন করেন আফতাব উদ্দিন সরকার।
বিজ্ঞাপন
এসডি/








