অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে

তবে, কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী এখনো হয়নি
বিজ্ঞাপন
অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে না পারায় চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে, কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী এখনো হয়নি। চলমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
বিজ্ঞাপন
নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, তবে এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি।
বিজ্ঞাপন
তিনি বলেন, এক মাসের মধ্যে আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে জাতীয় নির্বাচন পেছানো উচিত।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শিগগির আমরা নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করবো এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র-তরুণদের উদ্যোগে নতুন দল গঠন করেন নাহিদ ইসলাম। ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
এমএল/








