কুড়িগ্রামে তিস্তা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫

কুড়িগ্রামে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া পাওয়ার চায়নার চিফ রিপ্রেজেন্টটিভ লিও কং, রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) মো. মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মকবুল হোসেন।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আমিমুল ইহসান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির সহ তিস্তাপাড়ের বহু মানুষ।
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রান নাশের হুমকি দেয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়দুল ইসলাম রনি।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী বক্তাগন তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের গুরুত্ব আরোপ করেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ফুলবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্ষণ, নিপীড়ণ ও নারী সহিংসতায় জড়িতদের শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

বৈষ্যমের বেড়াজাল থেকে দেশ বেড়িয়ে এসেছে: উপদেষ্টা ফারুক ই আজম

তিনদিন পর বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
