নিজের রূপের রহস্য জানালেন পরীমনি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া প্রেম ও বিচ্ছেদ এসব যেন কারোই অজানা নয়।
তবে সবকিছুকে ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা কর নিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশপাশি পরীর রূপের রহস্য নিয়ে নেটিজেনদের মনে বিভিন্ন সময় প্রশ্ন জেগেছে।
আরও পড়ুন: জয়া আহসান যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি বিজ্ঞাপনের দৃশ্যে তিনি তার রূপের রহস্যের কথা জানিয়েছেন। শেয়ার করা ভিডিওতে পরী ল্যসময়ী হয়ে নেটজনতার মাঝে ধরা দিয়েছেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই ব্যস্ত কিন্তু নিজেকে সময় দেওয়া কী বিলাসিতা।’ এরপর বলেন, ‘মটেও না নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা।’
আরও পড়ুন: ঈদে আসছে আসিফের ‘ফিরে পাব কি আবার’
রূপের রহস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ভালো অনুভূতি, পুরো দিনটাই বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে তোমাকে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো নিজের যত্নে। আমার রূপের রহস্য রোজ শাওয়ার জেল।’
এমএল/