Logo

ঈদে আসছে আসিফের ‘ফিরে পাব কি আবার’

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৫, ২৪:১৯
ঈদে আসছে আসিফের ‘ফিরে পাব কি আবার’
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রতি বছর ঈদে শ্রোতাদের জন্য উপহার দেন নতুন গান।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রতি বছর ঈদে শ্রোতাদের জন্য উপহার দেন নতুন গান। এই ঈদে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন রোজার ঈদ উপলক্ষে তিনি গাইলেন নতুন গান ‘ফিরে পাব কি আবার’। গানটি প্রকাশ পাবে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে।

এই গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে একটি ভালো গানের জুড়ি নেই। গানটির কথা, সুর ও সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। সম্রাট অনেক মেধাবী সংগীত পরিচালক, দারুণ কাজ করেছে। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’

বিজ্ঞাপন

সুরকার সম্রাট আহমদ বলেন, ‘আসিফ ভাইয়ের মতো কিংবদন্তি শিল্পী যখন কণ্ঠ দেন, তখন গানটির সুরেও বিশেষ যত্ন প্রয়োজন। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। শ্রোতারা ভালোভাবে নিলে আমাদের কষ্ট স্বার্থক হবে।’

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে আরও কিছু নতুন গান প্রকাশের পরিকল্পনাও করেছেন তিনি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD