সদরপুরে দেনার দায়ে যুবকের আত্নহত্যা

বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুজতে বের হয়।
বিজ্ঞাপন
ফরিদপুরের সদরপুরে দেনার দায়ে এক যুবক আত্নহত্যা করেছে। তার বাড়ি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী মল্লিক বাড়ি গ্রামে। সে ওই গ্রামের মুসা মল্লিকের পুত্র ছিদ্দিক মল্লিক(৪৫)। তার সংসারে বিবাহিত এক কন্যা স্মৃতি ও রানা মল্লিক (১৫)নামের এক পুত্র সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
পরিবার সুত্র বলছে, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুজতে বের হয়।
বিজ্ঞাপন
স্থানীয় এলাকাবাসীর জানান, শনিবার (১৫ মার্চ ) সকাল সাত’টার নিহতের বাড়ির পাশে গ্রামের কৃষি জমিতে কাজ করার জন্য মহিলারা যায়। কাজরত অবস্থায় একটি আম গাছের ডালের সহিত তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মহিলা ডাকচিৎকার করে। ওই সময় অন্য জমিতে কাজ করা লোকজন ও তার বাড়ির লোকজন সেখানে যায়। স্থানীয়রা বলেন, সে বেশ কিছু টাকার দেনা রয়েছে। হয়ত দেনার জন্যই আত্নহত্যা করেছে।
এ ঘটনায় খবর পেয়ে সদরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন