হরিপুরে গর্ভবতী ঘোড়া জবাই, গরুর গোসত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা কসাইয়ের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতের আঁধারে গরু বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টার খবর পেয়ে মাংস বিক্রেতা মোটরসাইকেল, জীবিত ঘোড়া আর মাংসসহ ঘোড়ার মৃত শাবক রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ধর্ষণ, নিপীড়ণ ও নারী সহিংসতায় জড়িতদের শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বটতলীর দেহট্র গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশে ঘোড়া জবাই করা হয়। এমন খবরে স্থানীয় গ্রামবাসী উপস্থিত হলে এসব জিনিস রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, দেহট্র গ্রামের রনজু ও মেহেদী এ ঘটনার সঙ্গে জড়িত। এরা ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করছে বলে বহুদিন ধরে অভিযোগ ছিল। আজ তা হাতেনাতে ধরা পড়ল।
বটতলী গ্রামের সোহেল বলেন, গ্রামের লোকজন বটতলীর ভুট্টা ক্ষেত থেকে জবাই করা ঘোড়াটি বটতলী মোড়ে এনে জনসম্মুখে প্রকাশ করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে টিসিবি’র বস্তার গায়ে শেখ হাসিনার স্লোগান
একই গ্রামের আরেক বাসিন্দা রাজু বলেন, এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারাই জড়িত সবার শাস্তির দাবি করছি।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, ঘোড়ার মাংস বিক্রি অপরাধ প্রচলিত আইনে নেই। তবে কেউ যদি ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করে থাকে তাহলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসডি/