আবারও ভোজ্যতেলে করসুবিধা চায় ট্যারিফ কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

ভোজ্যতেলের আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক-কর রেয়াত চেয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাজারে তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ সুবিধা চায় তারা।
মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: আবারও ভোজ্যতেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার
আগামী সোমবার (৩১ মার্চ) ভোজ্যতেলের শুল্ক-করের রেয়াতি সুবিধার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছে সংশ্লিষ্টরা। তাই দাম সহনীয় রাখতে মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড়ের মেয়াদ আরও তিনমাস বাড়ানোর সুপারিশ করেছে তারা।
এর আগে গত ১৫ ডিসেম্বর সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৩১ মার্চ পর্যন্ত সুবিধা দেয় সরকার। এ সুবিধার মধ্যে রয়েছে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে।
আরও পড়ুন: তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন
এ ছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি-সুবিধা পায় আমদানি কারকরা।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব মানুষ

৩৬ জুলাই: যেভাবে প্রতীকী ক্যালেন্ডার হয়ে উঠল জাতীয় প্রতিরোধের হাতিয়ার

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
