আমরা এখনও পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি: নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব । তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদীরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে।
শনিবার (২২ মার্চ) হাতিরঝিল থানা বিএনপি আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কারের কিছু দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচার মুক্ত হয়নি।
আরও পড়ুন: মানুষের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: ড. সুকমল বিশ্বাস
নীরব বলেন, এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
বিএনপি এ নেতা আরও বলেন, আমাদের গণতন্ত্রের ভীতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগেনি, তারা তো পালিয়ে গেছে। কিন্তু তাদের সব লোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
যারা বিএনপির ভালো চায় না; যারা বিএনপি ক্ষমতায় আসুক, চায় না; যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক তা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : তারেক রহমান
যুবদলের সাবেক এ সভাপতি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুই বছর আগে স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছি। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের কাজ করা।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা মনিরুল আলম রাহিমী, হাতিরঝিল থানা বিএনপির সভাপতি নাজমুল হক মাসুম সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএল/