উজিরপুরে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন: জেলা প্রশাসক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

বরিশালের উজিরপুরে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট,পাকা ঘাটলাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেন।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদে একযোগে এডিপি, ইউডিএফ, টিআরসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরও পড়ুন: সংবাদ সম্মেলন করে নিজেকে বিএনপি পরিবারের সদস্য দাবি
বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন এর আগমনে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ফুল দিয়ে বরন করে নেন। এদিকে দক্ষ ও মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা'র অক্লান্ত পরিশ্রম আর মেধায় ও শত প্রচেষ্টায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বাস্তবায়নের নিমিত্তে "গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসইকরনের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন। বামরাইল ইউনিয়নের ভোজনের খাল সংলগ্ন ব্রীজ এর উত্তর পাশে হরিপদ দাসের বাড়ি পর্যন্ত, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড পরিমল ঠাকুর এর বাড়ি হতে শামসুল হক হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করন।
২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) কাজ সাতলা মুড়িবাড়ী শাপলার বিল পর্যটন কেন্দ্র সংলগ্ন কৃষি ও মৎস্য সম্পদ আহরন এবং পর্যটন বিকাশে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ। হারতা জেকে মডেল স্কুল সরদার বাড়ি সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শাপলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধন। উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফরাজি বাড়ি থেকে উজিরপুর হাসপাতাল পর্যন্ত রাস্তা আরসিসি করন। বড়াকোঠা ইউনিয়নের উত্তর গাজিরপাড় লেহাজ উদ্দিন বেপারীর বাড়ির রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। উত্তর গাজিরপাড় হাজ্বী রশিদ বেপারীর বাড়ি বায়তুল আমান জামে মসজিদের রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ।
আরও পড়ুন: দুমকিতে জুলাই শহীদের মেয়েকেগণধর্ষণ
শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তা ভায়া বামরাইল ইউনিয়নের কালিহাতা নজরুল মৃধার বাড়ি থেকে মালেক হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করন। উপজেলা ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের ওয়েটিং রুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন। এসময় থানা পুলিশ প্রধান অতিথি জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। এদিকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করায় বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা'কে সাধুবাদ জানিয়েছেন উজিরপুর বাসী।
এমএল/