উজিরপুরে প্রটেক্ট ছাড়াই মৎস্য ঘের ও মুরগীর ফার্ম, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫


উজিরপুরে প্রটেক্ট ছাড়াই মৎস্য ঘের ও মুরগীর ফার্ম, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার শাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে অসাধু চক্ররা প্রটেক্ট ছাড়া অবৈধভাবে মাছের ঘের ও ঘনবসতি এলাকায় ব্রয়লার মুরগী ফার্মের ব্যবসা করায় স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ  মানুষ। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর  ৪নং ওয়ার্ডের মৃত শামসুল হক বাহাদুরের ছেলে মো. খায়রুল ইসলাম বাহাদুর আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারি রাস্তার পাশে প্রটেক্ট ছাড়াই কয়েক একর জমি জুড়ে মাছের ঘের ও ব্রয়লার মুরগী ফার্ম তৈরি করে অবৈধভাবে ব্যবসা করছে অসাধু ব্যবসায়ী  চক্ররা। 


এতে করে রাজাপুর বাজার সংলগ্ন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি মাছের তান্ডবে বিভিন্ন স্থানে গর্ত হয়ে বেহাল দশা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী শাখা রাস্তাটিও ভাঙনের কবলে পড়েছে। অভিযুক্ত খায়রুল ইসলাম বাহাদুর বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন কয়েকটি মুরগীর ফার্ম ও মাছের ঘের করায় একদিকে সরকারি রাস্তা মাছের পেটে গেছে,অপরদিকে ব্রয়লার মুরগীর ফার্ম করায় এলাকায় দুর্গন্ধ ছড়ায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। 


আরও পড়ুন: উজিরপুরে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন: জেলা প্রশাসক


প্রতিদিন ওই রাস্তা দিয়ে নাক চেপে ধরে শিক্ষার্থীসহ হাজারো মানুষকে প্রতিদিন চলাফেরা করতে হয়। এক কথায় ময়লার ভাগাড় ও  ভাঙনের কবলে সরকারি রাস্তা। ভবিষ্যতে আরো স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় সাধারণ মানুষ। এদিকে অবৈধ মুরগীর ফার্ম ও মাছের ঘের বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


এমএল/