জাতীয় ঈদগাহের ঈদ জামাতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে। সব ঠিক থাকলে ঈদের দিন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদের পবিত্র নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
আরও পড়ুন: তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দুজনেরই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে। এ ছাড়া এ ময়দানে ৩৫ হাজার মুসল্লি জামাত আদায় করতে পারবেন।
তিনি আরও বলেন, ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০মিনিটে। আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের ছাতা আনতে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও এ সময় জানান শাহজাহান মিয়া।
আরও পড়ুন: জেলা প্রশাসকদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা
ঈদের নামাজ ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই দাবি করে তিনি বলেন, মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে আমরা ইতোমধ্যে সব ধরণের ব্যবস্থা সম্পন্ন করেছি।
ডিএসসিসির এই প্রশাসক বলেন, পুলিশ ও র্যাবের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীও নিরাপত্তায় কাজ করছে। কোনো ধরনের আশঙ্কা অনুভব করছি না।
এমএল/