Logo

সড়ক দুর্ঘটনায় আহত দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৫, ০১:৪৪
46Shares
সড়ক দুর্ঘটনায় আহত দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরদীর ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় (১৭) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন (১৭) নামের দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত হৃদয় ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে এবং নয়ন গাইবান্ধার মো. কামাল হোসেনের ছেলে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। নয়ন নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল যোগে দুই বন্ধু বেড়াতে গিয়ে পাবনার আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক হৃদয়কে রাজশাহী এবং নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তারা স্ব স্ব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুত্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় প্রথমে নয়ন এবং রাত ১টায় হৃদয় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

আটঘরিয়া দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই আমার স্কুলের ছাত্র ছিল এবং তারা আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী। 

বিজ্ঞাপন

এলাকাবাসী শিক্ষক মোশাররফ হোসেন জানান, দূর্ঘটনায় নিহত দুই বন্ধুকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। পাশাপাশি দুই গ্রামের ২ বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

জেবি/ এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD