আটপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা
মঙ্গলবার( ৮ই এপ্রিল)উপজেলার নারাচাতল গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযুক্ত যুবক অন্তর মিয়া(২১) একই গ্রামের রোকন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,প্রতিবেশী ওই শিশুর ঘরে ঢুকে তাকে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যায়।পরবর্তীতে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার করেন।
স্হানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে ধর্ষণের আলামত রয়েছে।’
আরও পড়ুন: নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি(তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমি খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে যাই এবং মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলি। ধর্ষককে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে।
এসডি/