পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫


পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।


আরও পড়ুন: পাঁচবিবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


মঙ্গলবার (৮এপ্রিল) গভীর রাতে করিয়া কল্যাণপুর সিমান্ত  এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। 


নওগাঁর পত্নীতলা, ১৪ ব্যাটালিয়নের অধীনে কড়িয়া বিজিবি ক্যাম্পর টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় সদস্যদের সহায়তায় পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের মেইন পিলার ২৭৭/৬-এসের আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া মাঠে অভিযান চালিয়ে ৫১৩ বোতল ফেন্সিডিল সহ চোরাকারবারী মো. নাসিম হোসেনকে (২৫) আটক করতে সক্ষম হলেও এ কাজের সঙ্গে জড়িত ৩ জন পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ী আয়মা রসুলপুর ইউনিয়নের  রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।


আরও পড়ুন: কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন পাঁচবিবির এক পরীক্ষার্থী


পত্নীতলা, ১৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলোর আনুমানিক সিজার মূল্য-২,০৭,২০০/ টাকা বলেও জানান তিনি।


এসডি/