মহেশপুর সীমান্তের ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫


মহেশপুর সীমান্তের  ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ
নদীতে পড়ে থাকা লাশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখা গেছে। 


আরও পড়ুন: মহেশপুর সীমান্ত ভারতীয় নাগরিক আটক


শুক্রবার (১১ এপ্রিল) বিকেল পর্যন্ত সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর পাড়ে ভারতীয় অংশে মরদেহটি পড়েছিল।


স্থানীয়রা জানান, দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থল থেকে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় এখনও তার নাম বা পরিচয় জানা যায়নি।


স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকাবাসী ধারণা করছে যে ওই যুবক বাংলাদেশি নাগরিক। তার বাড়ি সম্ভবত মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সর্দার পাড়ায়। এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আরও পড়ুন: ঝিনাইদহের মহেশপুরে আগুনে পুড়ে ছাই ৮ টি বসতঘর


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। নিয়মানুযায়ী এ ধরনের ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে। কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত, আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না। বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।


এসডি/