নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর পূর্ব পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফরিদ মোল্যা কাঞ্চনপুর পূর্ব পাড়ার সুরত মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘঠেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিলো বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে একা পেয়ে আফতাব মোল্যা পক্ষের লোকেরা মারপিট করে।
এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ফরিদ মোল্যা খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন, করিম মুন্সি (৪৯), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০),বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সি (৪৭) সহ আরো অনেকে।
মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন, তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখ (১৮) সহ আরো অনেকে । আহতদের মধ্যে অনেকেই আশংকাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন,‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’
এসডি/