Logo

সরকার আসলে চাচ্ছে টা কি প্রশ্ন ফারুকের

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৫, ২৩:২৬
47Shares
সরকার আসলে চাচ্ছে টা কি প্রশ্ন ফারুকের
ছবি: সংগৃহীত

সরকার আসলে চাচ্ছে টা কি প্রশ্ন ফারুকের

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন,' আসলে আপনার সরকার চাচ্ছে টা কি? একজন গ্রহণযোগ্য ব্যক্তি যার সুনাম সারা বিশ্বব্যাপী। সে আসলে চাচ্ছে টা কি? মানুষের চাওয়া একটাই সেটা হল নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার কাজ করে যাবেন আপনার কাছে আমাদের পাওয়ার যে বিষয়টা সেটি হল একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ। জনগণের মনের ভাষা আপনাকে বুঝতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, '১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে দাবির জন্য হামলা,মামলা উপেক্ষা করে আমরা লড়াই করছি যে লড়াই করতে গিয়ে আমরা ইলিয়াস আলীকে হারিয়েছে,চৌধুরী আলমকে হারিয়েছি সেই দাবিটাই হল একটি অবাধ সুষ্ঠু নির্বাচন।সেই নির্বাচন নিয়ে এত তালবাহানা কেন?কেন আজকে ফখরুল ইসলাম আলমগীরের মত একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার মত গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে বলেছে বৈঠকে আমরা সন্তুষ্ট নয়।

বিজ্ঞাপন

জনগণ হতাশ মন্তব্য করে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, 'গতকাল সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে,পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে।জনগণ সুখে নেই তারা সুখ চায় সেই সুখটা হল বর্তমান সরকারের অধিনে শাহাবুদ্দিনের মত একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা সরকার গঠন করে বাকিটুকু সংস্কার করবে।আপনার সরকারের প্রয়োজন নির্বাচন সুষ্ঠু করার সংস্কার।আপনার বিরুদ্ধে কথা বলতে চাই না রাজপথে দাড়াতে চাই না।কার বিরুদ্ধে রাজপথে নামবো হাসিনা তো নাই।

ফারুক বলেন,'১/১১ এর মত পরিস্থিতি কেউ যদি আবার সৃষ্টি করতে চায় তাহলে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো।বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।বিএনপিকে আবার নিশ্চিহ্ন করতে যদি কেউ কোন পরিকল্পনা করে বাংলার মাটিতে সেটি কখনও সফল হবে না।হতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন,'যারা আপনাদের নেতাদের ফাঁসিতে জুলিয়েছে তাদেরকে ক্ষমা করার কথা আপনারা কি করে বলেন? তাদের হাতে গণতন্ত্র দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে তাদের তো ক্ষমা করার প্রয়োজন নেই। তারা কখনও আর বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি এস এম শাহাদৎ হোসের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ,এনডিপি একাংশের চেয়ারম্যান কারী আবু তাহের,ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন,যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু,মৎসজীবি দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD