গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর, শ্যামবাজার থেকে উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া তিনটি আফ্রিকান প্রাণী রিংটেইল লেমুরের মধ্যে একটি রাজধানী ঢাকার শ্যামবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের সাফারি পার্ক থেকে আফ্রিকান লেমুর চুরি
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা দিকে এ তথ্য নিশ্চিত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
তিনি বলেন, গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া তিনটি আফ্রিকান প্রাণী লেমুরের মধ্যে রাজধানী ঢাকার শ্যামবাজার মসজিদ পাশ থেকে একটি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন তওসীফ শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। জামালপুর থেকে তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় রাজধানীর শ্যামবাজার থেকে একটি পুরুষ লেমুর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির। এ ঘটনায় ৭ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরপরই বিষয়টি অধিক গুরুত্বের সাথে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্টোপলিটন পুলিশ চুরি হওয়া তিনটি রিংটেইল লেমুর উদ্ধারে কাজ শুরু করে।
বিভিন্ন তথ্য উপাত্তের সহযোগিতায় গত ১৮ এপ্রিল জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনার সাথে জড়িত দেলোয়ার হোসেন তওসীফকে আটক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক ১৮ এপ্রিল রাত ১১টার দিকে রাজধানীর শ্যাবাজার মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্জনস্থান থেকে খাঁচায় বন্দি অবস্থায় পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করে ঢাকা মেট্টোপলিটন পুলিশ। বাকি দুটি রিংটেইল লেমুর উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
এ বিষয়ে জানতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এসডি/