Logo

এবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন ইলিয়াস কাঞ্চন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৫, ০৫:২৬
64Shares
এবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন ইলিয়াস কাঞ্চন
ছবি: সংগৃহীত

সেখানে তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন তিনি

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ। নিড়াপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন তিনি।

বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন খ্যাতিমান এই অভিনেতা। 

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

বিজ্ঞাপন

রাজধানী বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

 নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD