আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ সদস্য গ্রেফতার

কুমিল্লা মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার কবরস্থান সংলগ্ন ভাঙা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ডাকাতদলের ২সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া - কুমিল্লা মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার কবরস্থান সংলগ্ন ভাঙা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে রোববার তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের হাসান আলীর ছেলে ফাহাদ (৩২) এবং আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের আবু সাঈদের ছেলে রাফিকুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: আখাউড়ায় ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ
বিজ্ঞাপন
তাদের কাছ থেকে ২টি টিপ ফোল্ডিং ছুরি, ১টি ষ্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল ও কাঠের হাতলযুক্ত বড় হাতুরি উদ্ধার করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া সড়কে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের উপিস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ২সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এসডি/








