Logo

এবার নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০৪
61Shares
এবার নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত
ছবি: সংগৃহীত

তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় চরিত্র হয়ে থাকবেন

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লিখেছেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

বিজ্ঞাপন

এর আগে নাহিদকে নিয়ে একই রকম পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

সাাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলামের। তার বয়স মাত্র ২৬ এবং ইতোমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় চরিত্র হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

আরও লিখেছিলেন, ‘আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।’

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন, যার হাত ধরে জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

পরে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD