Logo

লিটন দাসকে অভিনন্দন জানিয়ে যা বললেন শান্ত

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৫, ০৫:৩৪
38Shares
লিটন দাসকে অভিনন্দন জানিয়ে যা বললেন শান্ত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্ত টানা ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একজন যোগ্য অধিনায়কের সন্ধানে ছিল বিসিবি। অবশেষে উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের ওপর ভরসা রেখেছে ক্রিকেট বোর্ড।

রবিবার (৪ মে) লিটনকে অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বিসিবি। আর দল ঘোষণার পর নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক শান্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে শান্ত লিখেছেন, অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল।

এই দুই সিরিজের জন্য লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসানকে। এভাবে আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখার পর একজনকে বেছে নেবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব ঠিক করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD