কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যা নাকি আত্মহত্যা?
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননী তানজিলা বেগম (২৫) এর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তানজিলা মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের মোত্তাকিনের স্ত্রী।
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর, শ্যামবাজার থেকে উদ্ধার
বৃহস্পতিবার (০৮ মে) রাতে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ: হত্যা নাকি আত্মহত্যা?
শুক্রবার (০৯ মে) সকালে তানজিলার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবার দাবি করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, তার মেয়ে তানজিলার সাথে মোত্তাকিনের প্রায়ই ঝগড়া ও শারীরিক নির্যাতন হতো। বৃহস্পতিবার বিকেলে মোত্তাকিন ফোন করে জানান যে তানজিলা অসুস্থ। কিন্তু গিয়ে দেখেন মেয়ে মৃত অবস্থায় উঠানে পড়ে আছে।
পরকীয়া সন্দেহে দাম্পত্য কলহ:
স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে তানজিলা ও মোত্তাকিনের মধ্যে ঝগড়া হয়। দুপুরে এক যুবকের সাথে তানজিলার দীর্ঘক্ষণ কথা বলার বিষয়টিও সন্দেহের তালিকায় রয়েছে। বিকেলে তানজিলার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তবে মোত্তাকিনের পরিবার এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে।
স্বামী পলাতক, মামলা গ্রহণ:
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মোত্তাকিন পলাতক। নিহতের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরের সাফারি পার্ক থেকে আফ্রিকান লেমুর চুরি
প্রভাবশালী মহলের হস্তক্ষেপের অভিযোগ:
নিহতের পরিবার দাবি করেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করছে। তারা আশঙ্কা করছেন, অর্থের বিনিময়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।
নিহত তানজিলার পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এসডি/