Logo

ভেড়ামারায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৫, ০৫:৩১
33Shares
ভেড়ামারায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সারা বাংলাদেশের আজ ভাসছে, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার (১০মে) বিকেল ৩ টায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মিতালী ক্লাব  আয়োজিত রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়। 

বিজ্ঞাপন

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর)  আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  অধ্যাপক শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রচন্ড এই তাপদাহের মধ্যে ক্রীড়া প্রেমী খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য আমার এই ক্রিকেট খেলা দেখতে আসা। তিনি আরো বলেন, মাদকে সারা বাংলাদেশের আজ ভাসছে, মাদকের হাত থেকে  যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। খেলাধুলার জন্য যা যা করার প্রয়োজন আমি করবো। আমি খেলাধুলাকে  ভালোবাসি। আমি সব সময় তোমাদের পাশে আছি এবং থাকবো।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির  হোসেন সরকার। 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও  উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাজাহান আলী,  মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাব্বানী, পৌর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু। সৌরভ হাসান রিঙ্কু অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো জিয়া স্মৃতি স্পোর্টিং ক্লাব ও দুর্জয় এলিফ্যান্ট ক্লাব। খেলার ফলাফল দুর্জয় এলিফ্যান্ট ক্লাব ৬ উইকেটে ১২৪ রান করে চ্যাম্পিয়ন হয়। রানারস আপ এর কৃতিত্ব অর্জন করেন জিয়া স্মৃতি ক্লাব।

এসডি/

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD