ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।
আরও পড়ুন: ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে তিনি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন। আগুনে পুড়ে সর্বশান্ত সহায় সম্বলহীন পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে শত কষ্টের মাঝেও কিছুটা হলেও মুখে হাসি ফুটে ওঠে।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই প্রয়াস। আর তাই ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, ঈদ কে সামনে রেখে সমাজের বিত্তবানরা যেনো দুস্থ, অসহায়-নিপীড়িত জনগণের পাশে এমনি করে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস।
আরও পড়ুন: ভেড়ামারায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু!
উল্লেখ্য, গত শুক্রবার ২১ মার্চ উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মওলাহাবাসপুর শান্তিনগর গ্রামের নুরুজ্জামান, কামাল, দুলাল ও বিল্লাল মোল্লার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসত ভিটা, গবাদি পশু ও আইপি সিঙ্গাপুর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে।
এসডি/