Logo

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৫, ২৪:২৯
120Shares
ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির এক নেতার বাড়ি থেকে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি সহ বিএনপির ২ নেতা কে আটক করেছে সেনাবাহিনী। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ভোররাতে উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকৃকতরা হলো. ভেড়াামরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবী, উদোড় পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতেই ষড়যন্ত্রমুলক ভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা এমনটি ঘটিয়েছে। 

বিজ্ঞাপন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম আহমেদ এর ছেলে হিমেলের নেতৃত্বে গুলি করে স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম গ্রুপের ফিরোজ আলী কে গুলিবৃদ্ধ হয়ে আহত করে। এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার অভিযোগ ওঠে। 

এরপরই বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। অগ্নি সংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি  মোটরসাইকেলে। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সোমবার ভোররাতে সেনাবাহিনী’র চৌকষ একটি দল অভিযান চালায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন’র বাড়িতে। 

বিজ্ঞাপন

এসময় বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় অস্ত্র, তাজা গুলি উদ্ধার করে। আটক করা হয় বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন এবং তার ভাই কাকন কে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনাটিকে সাজানো এবং মিথ্যা অভিযোগে বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন ও তার ভাইকে কে আটক করা হয়েছে বলে দাবী করেছে তার স্ত্রী শামীমা সুলতানা ঝুমা ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার সামনেই বাড়ি তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। তল্লাশির সময় কোন অস্ত্র পায়নি। রোকন বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে প্রতিপক্ষ রাজনীতির প্রতিহিংসার শিকার। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহাবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন’র উপর গত ৩০ অগাষ্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা। গতকালও পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে রোকন ও বিএনপি নেতাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD