ব্রাজিলের পথে আনচেলত্তি, যা জানা গেল দল ঘোষণা নিয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ২৫শে মে ২০২৫

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষটা নিশ্চিত হয়েছে আরও আগে। দুই মেয়াদে ছয় বছরে রিয়াল মাদ্রিদকে ১৫টি শিরোপা জিতিয়েছেন তিনি। গতকাল তিনি শেষবারের মতো ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে ছিলেন। রিয়াল সোসিয়াদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পরই তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়েছে। এ সময় কার্লোর সঙ্গে অশ্রুসিক্ত হয়েছিল পুরো সান্তিয়াগো বার্নাব্যু শিবির। এবার নতুন অধ্যায় শুরুর পালা। আগামী ৪৮ ঘণ্টার মাঝেই ব্রাজিলে পৌঁছে আনচেলত্তির স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।
আরও পড়ুন: আইপিএল খেলার অনুমতি পেলেন পেসার মুস্তাফিজুর রহমান
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পরই হাতা গুটিয়ে ব্রাজিলের পথ ধরতে চলেছেন আনচেলত্তি। আজ (রবিবার) রাতেই তার রিও ডি জেনেইরোতে পা দেওয়ার কথা রয়েছে। শহরে পৌঁছেই তিনি সেলেসাওদের আসন্ন ম্যাচের স্কোয়াড যাচাই-বাছাই করবেন। এরপরই সোমবার দেওয়া হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্ব পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ সময় জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ১১ জুন। আসন্ন দুই ম্যাচের জন্য এরইমাঝে নাকি প্রাথমিক স্কোয়াডও নির্ধারণ করে ফেলেছেন ইতালিয়ান এই কোচ। সেই স্কোয়াডের সম্ভাব্য কয়েকটি নাম গণমাধ্যমের বরাতে ফাঁসও হয়েছিল।
ব্রাজিলের ৫৪ সদস্যের প্রাথমিক একটি স্কোয়াড প্রস্তুত করার কথা বলা হয়েছে ও গ্লোবো’র প্রতিবেদনে। সেখান থেকে ৩১ জনকে ছাটাই করে চূড়ান্ত করা হবে ২৩ জনের নাম। দলে জায়গা পাওয়া ফুটবলারদের নিয়ে আনচেলত্তি অনুশীলন শুরু করবেন ২ জুন থেকে। স্বভাবতই আনচেলত্তির সম্ভাব্য দলে শুরুর দিকে থাকতে পারে রিয়ালে খেলা কয়েকটি নাম। ফিলিপে এন্ড্রিক, রদ্রিগো গোয়েস এবং সম্প্রতি ইনজুরিতে পড়া ভিনিসিয়ুস জুনিয়র ডাক পাবেন বলে অনেকটাই নিশ্চিত।
কয়েকদিন আগেই সংবাদমাধ্যম ‘টিএনটি স্পোর্টস ব্রাজিল’ বলেছিল, প্রাথমিক তালিকায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ছয়জন (লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো) খেলোয়াড়, সান্তোসের একজন (নেইমার) ফরোয়ার্ড, এবং সাও পাওলো থেকে একজন (অস্কার) মিডফিল্ডার রয়েছেন। আর এই ৮ জনের মধ্যেই আছেন অস্কার। যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে।
আরও পড়ুন: পিএসএলে দল পাওয়া নিয়ে যা বললেন সাকিব
উল্লেখ, ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। তিনজন কোচ হয়েছিলেন সাময়িক মেয়াদে।
এসডি/