পিএসএলে দল পাওয়া নিয়ে যা বললেন সাকিব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৫১ পিএম, ১৫ই মে ২০২৫


পিএসএলে দল পাওয়া নিয়ে যা বললেন সাকিব
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল)’র মাঝ পথে এসে দল পেয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১৪ মে) জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন তিনি। 


এরপর বৃহস্পতিবার (১৫ মে) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান।


আরও পড়ুন: ৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ


এদিন এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে লাহোর কর্তৃপক্ষ। মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার।


বিবৃতিতে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, ‘আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।’


তিনি বলেন, ‘তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা আরও বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।’


আরও পড়ুন: বৃন্দাবনে হাজির বিরাট কোহলি, নিলেন গুরুর আশির্বাদ


একই বিবৃতিতে নিজের প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব কষা হচ্ছে। এটা এমন এক টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি।’


তিনি বলেন, ‘এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।’


এমএল/