Logo

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৫, ০৩:৩৫
70Shares
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান সংঘাতে কিছুদিন স্থগিত থাকার পর দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আইপিএল। এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি পেসারের মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে  দ্বিতীয় দফায় সুখবর পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

৬ কোটি ভারতীয় রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারবে দিল্লি ক্যাপিটালস।

মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মৌসুমের বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে  দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি।

বিজ্ঞাপন

আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে ফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন বংলাদেশির এই পেসার। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশি এই পেসারের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

বিজ্ঞাপন

আগামী শনিবার (১৭ মে) থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের করণে স্থগিত করা হয়েছিল আইপিএল।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD