রিয়ালের মাঠে চমৎকার গল্প রচনা করতে চায় চেলসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রিয়ালের মাঠে চমৎকার গল্প রচনা করতে চায় চেলসি

গেল আসরে রিয়াল মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে হেঁটেছিল চেলসি। এরপর ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরেছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। অথচ এবার সেই রিয়ালের কাছেই পথহারা চেলসি। প্রথম লেগে বড় হারে আসর থেকে বিদায়ের পথে ক্লাবটি। তবুও সান্তিয়াগো বার্নাব্যুতে কঠিন পরীক্ষায় নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে টমাস তুখেলের দল। রিয়ালের ঘরের মাঠে প্রায় অসম্ভবকে সম্ভব করতে লড়াই করে যাবে গেল আসরের চ্যাম্পিয়নরা।

স্ট্যামফোর্ড ব্রিজে গত বুধবার রাতে করিম বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দিবাগত রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

মূল লড়াইয়ের আগে চেলসির কোচ তুখেল সংবাদ সম্মেলনে নিজেদের সম্ভাবনা নিয়ে বলেন, ‘সবকিছুর বিচারে সম্ভাবনা খুব একটা নেই। তবে অবশ্যই চেষ্টা করতে হবে। আর চেষ্টা করার অর্থ হলো আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব এবং সর্বোচ্চটা দেব। বড় একটা রাত অপেক্ষা করছে।’

রিয়ালের মাঠে লড়াই করার কঠিন পরীক্ষা নিয়ে তুখেল বলেন, ‘অ্যাওয়ে দল হিসেবে বার্নাব্যুতে পারফর্ম করা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বিশেষ করে যদি ফল পক্ষে আনতে হয়। এটি এমন পর্যায় যেখানে আমাদের সামর্থ্যের চেয়েও বেশি দিতে হবে।’

চেলসির খেলোয়াড়রা শারীরিক শক্তির দিক থেকে কিছুটা পিছিয়ে পড়ছেন। যেমনটা মনে করেছেন জার্মান কোচ,  ‘শারীরিক শক্তির দিক থেকে চিন্তা করলে আমরা অনেক অসুবিধার মুখে পড়েছি। রিয়াল মাদ্রিদ পুরো মৌসুমে পাঁচ জন বদলি খেলাতে পেরেছে, তুলনায় আমাদের লিগে শারীরিক ধকল অনেক বেশি (প্রিমিয়ার লিগে বদলি নামানো যায় ৩ জন)। (প্রথম লেগে) পাল্টা আক্রমণে আমরা সংগ্রাম করেছি এবং দৌড়ানোর সময় গতিতে ভুগেছি। আমাদের আরো শারীরিক ফুটবল খেলার উপায় বের করতে হবে।’

এসএ/