প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো আইসিসি’র বৈশ্বিক আসরে খেলার সুযোগ পেল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে দেশটি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজও সরাসরি খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ হওয়ায় দুই দলই খেলবে আসরটি। আইসিসি’র সবশেষ সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্র পুরুষ দলের সঙ্গে নারী দলও খেলবে বিশ্বকাপ।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর ২০২৪ সালে হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই আসরে খেলবে ২০টি দল।

১২ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি আট দলকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। আগামী ১৪ নভেম্বর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দুই দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ যদি র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকে তবে সুযোগ পাবে তিন দল।

বাকি আটটি দল আসবে আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বাছাই প্রতিযোগিতা থেকে আসা শীর্ষ দুটি করে দল জায়গা পাবে বিশ্বকাপে। আর আমেরিকা ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে আসবে একটি করে দল।

এসএ/